আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি ? কিভাবে বৃষ্টিপাত মাপা হয়? এবং বৃষ্টিপাতের পরিমাণ থেকে আমরা কি কি তথ্য পেতে পারি? চলুন তাহলে শুরু করা যাক।
বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি ?
বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেইন গেজ। এই যন্ত্রটি ৫১ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ২১ সেন্টিমিটার ব্যাসের একটি কাচের বোতল। বোতলটিকে রাখা হয় একটি লোহার সিলিন্ডারের ভিতর কিংবা অন্য কোন শক্ত সিলিন্ডারের ভিতর। এই বোতলের মুখে লাগানো থাকে ২১ সেন্টিমিটার ব্যাসের একটি ফানেল। বোতলের মুখের চেয়ে ফানেলের ব্যাস দশ গুণ বড় হয়ে থাকে।
কিভাবে বৃষ্টিপাত মাপা হয়?
বৃষ্টিপাত মাপার জন্যে রেইন গেজ যন্ত্রটিকে একটি উন্মুক্ত স্থানে বা খোলা স্থানে রাখতে হয় যেন গাছপালা কিংবা কোন ভবন বৃষ্টির পানি সংগ্রহে বাধা সৃষ্টি করতে না পারে। যন্ত্রটিকে ২৪ ঘন্টা এক জায়গায় রাখা হয় এবং বৃষ্টির পানি সংগ্রহ করা হয়।

এরপর বৃষ্টির পানি একটি পরিমাপক কাচের পাত্রে ঢালা হয় যার আকৃতি সিলিন্ডারের ন্যায় এবং ব্যাস ফানেলের ব্যাসের সমান। পাত্রটির গায়ে সেন্টিমিটার এবং মিলিমিটার স্কেলে দাগ কাটা থাকে এবং কত সেন্টিমিটার/মিলিমিটার বৃষ্টি হয়েছে তা সহজেই পরিমাপ করা যায়।
বৃষ্টিপাত মাপার সময় পরিমাপক পাত্রটিকে অবশ্যই সমান জায়গায় খাড়া করে রাখতে হবে। পাত্র রাখার জায়গা সমান না হলে পরিমাপ ভূল হওয়ার সম্ভাবনা থেকে যাবে।
বৃষ্টিপাতের পরিমাণ কি নির্দেশ করে?
- ঘন্টায় ০.২৫ মিলিমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে হালকা বৃষ্টিপাত
- ঘন্টায় ১ মিলিমিটার থেকে ৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে মাঝারি বৃষ্টিপাত
- ঘন্টায় ৪ মিলিমিটার থেকে ১৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে ভারী বৃষ্টিপাত
- ঘন্টায় ১৬ মিলিমিটার থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত
- ঘন্টায় ৫০ মিলিমিটার থেকে বেশি বৃষ্টিপাতকে চরম বৃষ্টিপাত বলা হয়ে থাকে।
আরেকটি তথ্য জানা থাকা ভালো
- যেসব স্থানে বছরে বৃষ্টিপাতের পরিমান ২৫৪ মিলিমিটার বা ১০ ইঞ্চির চেয়ে কম সেসব স্থানকে মরুভূমি বলা হয়।
- বছরে বৃষ্টিপাতের পরিমান ২৫৪ মিলিমিটার বা ১০ ইঞ্চ থেকে ৫০৮ মিলিমিটার বা ২০ ইঞ্চির মধ্যে হলে সে সকল স্থানে কিছু সবুজ গাছপালা জন্মে।
- কৃষিকাজের জন্যে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০৮ মিলিমিটার বা ২০ ইঞ্চির চেয়ে বেশি হতে হবে।
শেষ কথাঃ
বৃষ্টিপাতের পরিমাপ সম্পর্কে আমার জানা তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। উপরের তথ্যগুলো ছাড়াও আপনার জানা যে কোন তথ্য শেয়ার করতে কমেন্টস সেকশনে লিখুন। পরামর্শ দিয়ে সাহায্য করতে ভূলবেন না কিন্তু! ধন্যবাদ!
আমাদের অন্যান্য লেখাসমূহঃ